প্রসবকালিন ও প্রসব পরবর্তী মায়েদের খাবার বিতরণ।

প্রসবকালিন ও প্রসব পরবর্তী মায়েদের খাবার বিতরণ

জুড়ীতে প্রত্যয় উন্নয়ন সংস্থা প্রশান্তি ইউকে প্রকল্পের পক্ষ থেকে প্রশান্তি’র হেলথি লিভিং সেন্টার এবং মা ও শিশু পরিচর্যা ক্লিনিক থেকে স্বাস্থ্য সেবা প্রাপ্ত প্রসবকালিন ও প্রসব-পরবর্তী মায়েদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আয়োজনে : প্রত্যয় উন্নয়ন সংস্থা সহযোগিতায়: প্রশান্তি ইউকে লোকেশন: প্রশান্তি (আমির শপিং মল, ভবানীগঞ্জ বাজার, কলেজ রোড, জুড়ি, মৌলভীবাজার