Prottoy Unnayan Sangstha

Career Opportunity / Job Circular

পদের নাম: জুনিয়র ক্রেডিট /ক্রেডিট  অফিসার র্কমস্থল: কুমল্লিা । আবদেন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র (ঘওউ) এর ফটোকপি, সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি (প্রযোজ্য ক্ষেত্রে) ও মোবাইল নম্বর সহ স্বহস্তে লিখিত আগামী ২৩ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, প্রত্যয় উন্নয়ন সংস্থা, সারাফ নাওয়ার, হোল্ডিং নং-০০৮৪-০৩, ডেলোনী রোড-১, পুরাতন চৌধুরীপাড়া, কুমিল্লা এই ঠিকানায় ডাকযোগে/কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে প্রেরণ করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। অথবা উল্লখেতি ডকুমন্টেস নিয়ে  সরাসরি ২৫ অক্টোবর ২০২৫ সকাল ১০.৩০ মনিটি প্রধান র্কাযলয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
প্রত্যয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
Scroll to Top